ক্ষিপ্রতার সাথে অপরাধী ধরার জন্য ১৩ টি মোটরসাইকেল পেল সিএমপি

Tanjin Tanju    |    ০৯:০১ পিএম, ২০২১-০১-১৩


ক্ষিপ্রতার সাথে অপরাধী ধরার জন্য ১৩ টি মোটরসাইকেল পেল সিএমপি

বাংলাদেশ পুলিশের যুগান্তকারী সেবা ৯৯৯ এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরাে গতিশীল এবং বেগবান করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ থেকে ১৩ টি মোটর সাইকেল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

আজ সকাল ১১টায় পাঁচলাইশ মডেল থানা এলাকায় এই অনুষ্ঠানের উদ্বােধন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মােহাম্মদ তানভীর, পিপিএম মােটর সাইকেলের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সিএমপি কমিশনার সালেহ মােহাম্মদ তানভীর বলেন, এই মােটর সাইকেল দ্বারা ৯৯৯ কলে দ্রুত সাড়া প্রদান ও বিট পুলিশিং কার্যক্রম আরাে গতিশীল হবে এবং অপরাধ প্রবনতা দ্রুত হ্রাস পাবে। চট্টগ্রামের মানুষের হৃদয়ের বিশালতা নিয়ে এ ধরনের কার্যক্রমে আরাে সহযােগিতার হাত বাড়িয়ে দিবে বলে জানান তিনি।

জানা যায়, চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সােসাইটি, প্রিন্ট জোন, চট্টগ্রাম, কাগতিয়া আলীয়া গাউছুল আলম দরবার শরীফ কমপ্লেক্স ০২টি করে এবং পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি, সুগন্ধা সিটি কর্পোরেশন আ/এ কল্যাণ সমিতি, চান্দগাঁও সিডিএ মডেল আবাসিক এলাকা কল্যাণ সমিতি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, এলবিয়ন গ্রুপ,এএনএফএল গ্রুপ ও খুলসি গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি ০১টি করে মােট ১৩ টি মােটর সাইকেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগে প্রদান করেন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম-বার, এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেনা বেগম, বিপিএম (ডিআইজি পদে পদােন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) এবং এস এম মােস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার) অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)সহ অন্যান্য উর্ধ্বতন কর্তকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।